Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

রূপকল্প ও অভিলক্ষ্য

রূপকল্প (Vision)  অভিলক্ষ্য (Mission)

রূপকল্পঃ

০১. শতভাগ অনলাইনে ভূমি সেবা প্রতিষ্ঠা করা।

০২. দক্ষ ও আধুনিক এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা।

০৩. কোন রকম ভোগান্তি ছাড়া সহজে জনগণকে সেবা প্রদান করা।

০৪. ভূমি ব্যবস্থাপনা আরও আধুনিক ও জনবান্ধব করা।

০৫. ই-মিউটেশনের মাধ্যমে জমির হালনাগাদ করা।

০৬. ভূমিহীনদের মাঝে খাসজমি প্রদানের উদ্যোগ গ্রহণ করা।

০৭. সেবা প্রার্থীদের সার্বিক সহযোগিতা করা ও সুশাসন প্রতিষ্ঠা করা।

অভিলক্ষ্যঃ

০১. দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের আবেদনকৃত সকল সেবা সিটিজেন চার্টার

অনুযায়ী নিষ্পত্তি করা।

০২. বিভিন্ন প্রকার ভূমি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে জনগণকে ভূমি

সেবা প্রদান করা।

০৩. ঘরে বসে জনগণ যাতে সেবা পেতে পারে তার ব্যবস্থা করা।

০৪. ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

০৫. ভূমি ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতির আওতায় এনে জনবান্ধব করে গড়ে তোলা।

০৬. দালালের দৌরাত্ম্য হ্রাস করে জনগণকে ভূমি সেবা প্রদান করা।

০৭. সর্বোপরি সীতাকুন্ড উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত রাখা।